আর কেউ জীবিত নেই, সেনা নিয়ন্ত্রণে আতিয়া মহল
অবশেষে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহল। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তৃতীয় দিন শেষে গোটা ভবনটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ডাকা সংবাদ সম্মেলনে এসব কথা জানান ওই অভিযানের মুখপাত্র সেনা গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। ওই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন টোয়াইলাইট’।
শিববাড়ি এলাকার পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফখরুল আহসান জানান, অভিযানে চার জঙ্গি নিহত হয়েছেন। এর মধ্যে একজন নারীও আছেন। ওই ভবনে আর কেউ জীবিত নেই বলে জানান তিনি। তিনি আরো জানান, ওই নারীসহ দুজনের লাশ মোগলাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শরীরে বোমা থাকায় অন্য দুজনের লাশ এখনি বের করা হচ্ছে না।
ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেছেন, ‘তৃতীয় দিন শেষে গোটা আতিয়া মহল সম্পূর্ণ রূপে কমান্ডো বাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে। কমান্ডোদের অভিযানে নিহত হয়েছে ভেতরে থাকা চার জঙ্গির সবাই।’ তিনি বলেন, ‘দুই জঙ্গির লাশ উদ্ধার করা গেলেও বাকি দুজনের গায়ে এখনো সুইসাইড বেল্ট পরানো আছে।’
তবে এ অভিযানে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে ফখরুল আহসান সাংবাদিকদের জানান।
ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেন, ‘জঙ্গিরা ওয়েল ট্রেইনড ছিল। তাদের নিষ্ক্রিয় করা বা হত্যা করা আমাদের বিশেষ করে সেনাবাহিনীর বিশাল সফলতা বলে আমি মনে করি।’ তিনি আরো জানান, অভিযান শেষ হওয়ার পর ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
আর কেউ জীবিত না থাকলেও শেষ হয়নি সেনাবাহিনীর অভিযান। ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, জঙ্গিদের মৃত্যু নিশ্চিত করা গেলেও ভবনটি এখনো আগাগোড়া মারাত্মক বিস্ফোরক দিয়ে মোড়ানো। তাই এখনই এ অভিযান শেষ করা যাচ্ছে না।
ফখরুল আহসান জানান, গোটা আতিয়া মহলের অসংখ্য স্থানে মারাত্মক বিস্ফোরক পাতা আছে। যা সরাতে আরো কিছুটা সময় লাগবে।