জঙ্গিবাদ প্রতিরোধে তৃণমূলে সংস্কৃতিচর্চা বাড়াতে হবে : সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জঙ্গিবাদকে প্রতিহত করতে হলে সংস্কৃতিচর্চা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে। সরকার সেই লক্ষ্যে কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।
সোমবার বিকেলে মাদারীপুরের শিবচরে চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং তিনদিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন শেষে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক নূর ই আলম চৌধুরী, নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম তালুকদার, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সভাপতি মুনির চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় হেফাজতে ইসলাম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সংস্কৃতিবিষয়কমন্ত্রী বলেন, হাইকোর্টের সামনের ভাস্কর্যটিকে তারা বলছে মূর্তি আর হাইকোর্ট বলছে এটি ন্যায়ের প্রতীক ভাস্কর্য। ভাস্কর্য পৃথিবীর বিভিন্ন দেশে আছে। শুধু পাশ্চাত্যে নয়, অনেক মুসলিম দেশেও এটি আছে। সুতরাং এটি নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করছে তারা নৈরাজ্য সৃষ্টির জন্য করছে।