সাবেক বিচারপতি মানিককে আদালতে হাজিরের নির্দেশ
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে রাজাকার বলার ঘটনায় দায়ের করা মানহানির মামলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে ২২ মে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দীন সিদ্দিকী এই আদেশ দেন।
সকালে এই আদালতে মামলাটি করেন ঢাকা মহানগর বারের সাবেক সভাপতি আরফান উদ্দিন খান।
বিচারক মঈন উদ্দীন বাদীর জবানবন্দি শুনে মামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। এ বিষয়ে আজ বিকেল পৌনে ৪টায় আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. তানভীর এনটিভি অনলাইনকে জানান, মামলায় বাদী জবানবন্দি দিয়েছেন। বিচারক জবানবন্দি শুনে ২২ মে সাবেক বিচারপতি মানিককে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ১৫ মার্চ রাত ১১টায় বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজে নবনীতা চৌধুরীর সঞ্চালনায় টক শো ‘রাজকাহন’ অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে নিয়ে কথা বলেন সাবেক বিচারপতি মানিক। সেই অনুষ্ঠানে মানিক বলেন, ‘আপনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ১৯৭১ সালে শান্তি কমিটির আত্মস্বীকৃত সদস্য স্বাধীনতাবিরোধী এবং একজন রাজাকার।’
বর্তমান প্রধান বিচারপতি সম্পর্কে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের এমন মন্তব্যে দেশের সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দাবি করে ওই আইনজীবী মামলাটি করেন।