পুলিশের ধারণা, কুমিল্লায় আস্তানায় প্রচুর গোলাবারুদ
জঙ্গি আস্তানা সন্দেহে কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলার একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের ধারণা, ওই ভবনে প্রচুর গোলাবারুদ আছে।
আজ বুধবার বিকেলেই কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের গন্ধমতি এলাকার ওই বাড়িটি ঘেরাও করেন কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। সন্ধ্যা নাগাদ ওই বাড়ি ঘেরাও করে পুলিশ ও র্যাবের বিপুল সদস্য।
আগামীকাল বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। গন্ধমতি এলাকাটি সিটির ২৪ নং ওয়ার্ডে অবস্থিত।
কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন জানিয়েছেন, ওই ভবনে একজন জঙ্গি থাকতে পারেন। ওই তথ্য পেয়েই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে সেখানে প্রচুর বোমা ও বিস্ফোরক আছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িটি তিনতলার। তৃতীয় তলায় নির্মাণ কাজ চলছে। বাড়ির মালিকের নাম দেলোয়ার হোসেন। দেলোয়ার একজন গাড়ি চালক। তবে তিনি সেখানে ছিলেন না। বাড়িটির নিচ তলা ও দ্বিতীয় তলার নির্মাণকাজ শেষ। তবে ভাড়াটিয়ারা থাকে সব নিচ তলায়।
বাড়ির মালিক দেলোয়ারের বাবা আহম্মদ হোসেন জানান, ওই বাড়ির নিচতলায় ছাত্ররা থাকে। ওই বাড়িতে কোনো পরিবার থাকে না।
পুলিশ জানায়, ওই বাড়ির নিচতলায় একটি ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। ওই ফ্ল্যাটে কেবল একজন আছে বলে জানিয়েছে পুলিশ। বাড়িতে থাকা অন্যদের বের করে নিয়ে আসা হয়েছে বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দেলোয়ারের ছোটভাই সাদ্দাম হোসেনকে থানায় নিয়ে গেছে পুলিশ।