কুমিল্লা সিটি নির্বাচন
ছয় কেন্দ্র থেকে সীমার এজেন্ট বিতাড়িত : জাফর উল্লাহ
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ছয়টি কেন্দ্র থেকে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপি মনোনীত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে—বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন অভিযোগের প্রতিক্রিয়ায় জাফর উল্লাহ এ অভিযোগ করেন।
কাজী জাফর উল্লাহ এনটিভি অনলাইনকে বলেন, ‘বিএনপি এমন অযাচিত অভিযোগ বারবার করে। আমি তো শুনেছি, সকালে ছয়টা কেন্দ্র থেকে আমাদের মনোনীত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’
‘আমার দৃঢ় বিশ্বাস, নির্বাচনের সুষ্ঠু পরিবেশে বিঘ্ন ঘটে, আওয়ামী লীগ এমন কাজ করবে না। আওয়ামী লীগ ভোটের মাধ্যেমে ক্ষমতার পালাবদলে বিশ্বাস করে,’ বলেন আওয়ামী লীগের এই নেতা।