ইট চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কুড়িগ্রামের চিলমারীতে রমনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুর-ই এলাহী তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে চিলমারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে উপজেলার কলেজ মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ইট চুরির মামলা রয়েছে।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, তাঁর বিরুদ্ধে সম্প্রতি সরকারি রাস্তার ইট চুরি ও আত্মসাৎ মামলা হয়েছে। এ ছাড়া ২০১০ সালের জুন মাসে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে ২৫(বি) ধারায় দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল তাঁর নামে।
পরে তাঁকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয় বলেও জানান ওসি রেজাউল করিম।