ময়মনসিংহের ৭ ‘জঙ্গি’ রিমান্ডে
ময়মনসিংহ শহরের একটি বাসা থেকে জঙ্গি সন্দেহে আটক সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ বুধবার দুপুরে সাতজনকে ১ নম্বর বিচারিক হাকিম আমলি আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী।
শুনানি শেষে বিচারক বিল্লাল হোসেন আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন আদালত পরিদর্শক নওয়াজেশ মিয়া।
রিমান্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—জেলার ধোবাউড়া উপজেলার আল আমিন (২৫), হালুয়াঘাট উপজেলার শহীদুল ইসলাম (২৮) ও আশিকুর রহমান (২৮), নেত্রকোনার পূর্বধলা উপজেলার শাহ আল রোমান শামীম (২৭), মাসুম আহমেদ (৩০) ও রুমান মিয়া (২৭) এবং জামালপুরের মেলান্দহ উপজেলার নাসির উদ্দিন (২৭)।
তাঁদের মধ্যে মাসুম তিনটি ভোগ্যপণ্য ব্যবসা প্রতিষ্ঠানের ডিলার। নাসির উদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্র এবং আল আমিন ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহসভাপতি।
গত সোমবার ময়মনসিংহ শহরের কালীবাড়ি রোডের একটি বাড়ি থেকে জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে সাতজনকে আটক করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি কম্পিউটার, একটি মোটরসাইকেল, একটি ব্যাংকের চেকবই ও বেশ কিছু বই জব্দ করা হয়েছে।