তৃতীয় রাজনৈতিক শক্তিতে বিদ্যমান সংকটের সমাধান
তৃতীয় রাজনৈতিক শক্তিই বিদ্যমান সংকটের সমাধান করতে পারবে বলে মন্তব্য করেছেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
আজ শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জেএসডি আয়োজিত জনসভায় রব এ কথা বলেন।
জেএসডির সভাপতি বলেন, বিদ্যমান রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা জনগণের আশা-আকাঙ্ক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র-সমাজ নির্মাণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ১৯৭২ সালের সংবিধান দিয়ে বিদ্যমান সংকটের নিরসন আর সম্ভব হবে না।
রব বলেন, ঔপনিবেশিক শাসনব্যবস্থার অবসান, স্বাধীন দেশের উপযোগী শাসনব্যবস্থা প্রবর্তন, হত্যা-গুম আর লুণ্ঠনের পরিবর্তে আইনের শাসন, রাজনৈতিক অরাজকতা ও জঙ্গিবাদ ইস্যু মোকাবিলায় দুই দলের বাইরে প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সমাজ শক্তি নিয়ে ‘তৃতীয় রাজনৈতিক শক্তি’ গড়ে তুলতে হবে। এই তৃতীয় রাজনৈতিক শক্তিই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে স্বাধীনতা সার্বভৌমত্ববিরোধী যেকোনো ষড়যন্ত্র বা চক্রান্ত মোকাবিলা করতে সক্ষম হবে এবং বিদ্যমান সংকটের স্থায়ী সমাধান করতে পারবে।
জেএসডির সভাপতি বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করার এখতিয়ার জনগণ কাউকে দেয়নি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রশ্নে জনগণের সংগ্রামী চেতনার গতি-প্রকৃতি বিবেচনায় নিয়েই আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করতে হবে। তিনি বলেন, একতরফা নির্বাচন জনগণের সম্মতিবিহীন সরকার গঠন দেশে সহিংসতা, জঙ্গি তৎপরতা, দুর্নীতি, বেআইনি কর্মকাণ্ড বেড়েছে।
বর্তমান সরকার বিরোধী দলের সভা-সমাবেশ, মিছিল রুদ্ধ করে দেশকে রাজনীতিশূন্য করার পাঁয়তারা করছে অভিযোগ করে আবদুর রব রব বলেন, ‘অবাধ-সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করুন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য পার্লামেন্টের উচ্চকক্ষ গঠন করে এবং সেই উচ্চকক্ষ থেকে নির্বাচনকালীন সরকার গঠনের বিধান করতে হবে।’
জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সিনিয়র সহসভাপতি এম এ গোফরান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, সহসভাপতি তানিয়া রব, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।