ভাড়াটিয়াদের অধিকাংশ মালামালই বোমা গুলির আঘাতে নষ্ট
সিলেটের আলোচিত জঙ্গি আস্তানা আতিয়া মহল নিরাপদ ঘোষণা শেষে বাড়িটির ২৮ জন ভাড়াটিয়ার কাছে মালামাল বুঝিয়ে দিতে শুরু করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় পুলিশ তালিকা অনুযায়ী আতিয়া মহলের ২৮ পরিবারের মধ্যে এ মালামাল হস্তান্তর প্রক্রিয়া শুরু করে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা জানান, ভাড়াটিয়াদের অধিকাংশ মালামালই বোমা আর গুলির আঘাতে নষ্ট হয়ে গেছে।
এর আগে গত ২৩ মার্চ মধ্যরাতে আতিয়া মহলে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। ওই রাত থেকে ভবনটি ঘিরে রাখা হয়। এরপর ২৫ মার্চ সকাল থেকে ওই বাড়ি ঘিরে ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান চালায় সেনাবাহিনী।
অভিযানের শুরুতে আতিয়া মহলের ৩০টি ফ্ল্যাটে আটকে পড়া ২৮টি পরিবারের ৭৮ জন সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে শুরু হয় জঙ্গিবিরোধী অভিযান।
২৮ মার্চ অভিযান শেষে চার জঙ্গি নিহতের খবর জানায় সেনাবাহিনী। এ অভিযান চলাকালে ২৫ মার্চ আতিয়া মহলের বাইরে বিস্ফোরণে র্যাব ও পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হন। গত ৩ এপ্রিল র্যাব-৯ আতিয়া মহল ক্লিন নামে অপারেশন শুরু করে। অপারেশনের প্রথম দিন সেনাবাহিনীর অপারেশন টোয়াইলাইটে নিহত চার জঙ্গির মধ্যে ভেতরে থাকা দুই জঙ্গির লাশ উদ্ধার করে। পরে ভবনের ভেতরে থাকা নয়টি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার শেষে নিষ্ক্রিয় করে র্যাব।