মেহগনি গাছে কৃষকের ঝুলন্ত লাশ
ফরিদপুরের সালথা উপজেলায় একটি মেহগনি গাছ থেকে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে উপজেলার যদুনন্দী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই কৃষকের নাম আকুব্বর মোল্লা (৫৫)। তাঁর বাড়ি যদুনন্দী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার এশার নামাজের পর বাড়ি থেকে বের হন আকুব্বর। সকালে বাড়ি ফিরে না আসায় স্ত্রী বিনারা বেগম স্বামীকে খোঁজাখুঁজি শুরু করেন। এর একপর্যায়ে একই গ্রামের লালু মুন্সীর মেহগনি বাগানে গাছের সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান তিনি। পরে বিনারার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তাঁদের মধ্যে কেউ একজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কয়েকজন স্বজন জানান, আকুব্বর দীর্ঘদিন ধরে হাঁপানি রোগে ভুগছিলেন। সংসারে দারিদ্র্যের কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে তাঁরা ধারণা করছেন।
সালথা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।