শর্ত দিয়ে অতিরিক্ত করছে মিয়ানমার
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দিতে শর্ত জুড়ে দিয়ে মিয়ানমার অতিরিক্ত করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘রাজ্জাককে ফেরত দেওয়ার বিনিময়ে শর্ত হিসেবে মিয়ানমারে আটক ৫৫৫ জনকেও ফিরিয়ে নেওয়ার শর্ত দিয়েছিল। আমরা তাদের শর্তে রাজি হইনি। আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি, যদি তারা বাংলাদেশি হয়, তাহলে অবশ্যই আমরা তাদের ফেরত আনব। কিন্তু তার আগে আমাদের যাচাই-বাছাই করে দেখতে হবে যে তারা বাংলাদেশি কি না।’
অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের বিজিবি ও তাদের বিজিপির মধ্যে পতাকা বৈঠকের বিষয়ে আলাপ-আলোচনা চলছে। দেশটিতে আটক বাংলাদেশিদের ফেরত আনার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখাশোনা করছে।’ রাজ্জাককে ফেরত আনা আর আটক অন্যদের ফেরত আনা দুটো বিষয় এক নয় বলেও জানান তিনি।
এ সময় নায়েক রাজ্জাককে ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদ প্রকাশ করে আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘আমি আশাবাদী যে নায়েক রাজ্জাক আলাপ-আলোচনা ও পতাকা বৈঠকের মাধ্যমে ফিরে আসবে।’
এর আগে আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সচিবালয়ে জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের ২৬তম সভা অনুষ্ঠিত হয়। সভার বিষয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ‘এসিড সন্ত্রাস এখন শূন্যের কোঠায় চলে এসেছে। এসিড সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে।’
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।