আলালের বিরুদ্ধে সকালে পরোয়ানা, দুপুরে প্রত্যাহার
নাশকতার একটি মামলায় জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে আজ সোমবার সকালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও দুপুরে তা প্রত্যাহার করে নেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আমিনুল হক এ পরোয়ানা জারি করেন।
এর আগে আজ আলাল আদালতে হাজির না হওয়ায় তাঁর আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ সময়ের আবেদন করেন। সময়ের আবেদনের ওপর শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরে দুপুর ২টায় আলালের আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ ফের আদালতে সময়ের আবেদন পুনর্বিবেচনা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সময়ের পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করার আবেদন মঞ্জুর করেন।
২০১০ সালের জানুয়ারি মাসে দায়ের করা নাশকতার একটি মামলায় আলাল জামিনে ছিলেন।