রানা প্লাজায় নিহতদের প্রতি শ্রদ্ধা
রাজধানীর উপকণ্ঠ সাভারে রানা প্লাজা ধসের চার বছর পূর্তি উপলক্ষে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। পাশাপাশি নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যরাও এসেছেন শ্রদ্ধা জানাতে।
আজ সোমবার সকালে সাভারের বিভিন্ন শিল্প এলাকা থেকে শ্রমিকরা মিছিল নিয়ে এসে রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শ্রমিকরা অবিলম্বে রানা প্লাজা ধসের ঘটনায় অভিযুক্তদের বিচার ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি করেন।
তবে পুলিশ কাউকেই বেশিক্ষণ অস্থায়ী বেদির সামনে দাঁড়াতে দিচ্ছে না। শ্রদ্ধা নিবেদন শেষেই পুলিশ সবাইকে সরিয়ে দিচ্ছে।
এ ছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি পুলিশের সাঁজোয়া যানবাহন উপস্থিত রয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, ‘আমরা কাউকে বেশিক্ষণ এখানে থাকতে দেবো না।’
এদিকে, আজ রানা প্লাজা ধসের ঘটনায় সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানাগুলো বন্ধ থাকার কথা থাকলেও তা মানছে কেউ। কারখানাগুলো খোলা রয়েছে। সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন।