১৪ মামলায় জামিন চেয়েছেন সেলিমা, দুপুরে শুনানি
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান নাশকতার ১৪ মামলায় জামিন চেয়েছেন। দুপুরে এর শুনানি হবে।
আজ সোমবার সকালে সেলিমা রহমান ঢাকা মহানগর হাকিম গোলাম রহমানের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
সেলিমা রহমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, ২০১৫ সালের জানুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করা হয়।
গত বছর জানুয়ারিতে এসব মামলায় মুখ্য মহানগর আদালতে সেলিমা রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে মহানগর দায়রা জজ আদালত ও মুখ্য মহানগর আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।