ববি হাজ্জাজের দলের আত্মপ্রকাশ, অংশ নেবে নির্বাচনে
আগামী সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রত্যয় নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে।
আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এর উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে ববি হাজ্জাজ জানান, চারটি মূলনীতির ওপর তাঁর দল প্রতিষ্ঠিত হয়েছে। সব দলের প্রতি সম্মান, মতের অধিকার প্রতিষ্ঠা, গণমাধ্যমের বাকস্বাধীনতা নিশ্চিত। এ ছাড়া বর্তমান তরুণ প্রজন্মের ইতিবাচক মনোভাবকে গুরুত্ব দেবে তাঁর দল।
তাঁর নিজ দলের ভেতর গণতন্ত্র প্রতিষ্ঠা, দলের সব সিদ্ধান্ত গ্রহণে তথ্যপ্রযুক্তির ব্যবহারও নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ববি হাজ্জাজ।
দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৩২টি জেলার নেতাকর্মীরা অংশ নেন।
দলের ভাইস চেয়ারম্যান এনায়েত কবির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের মঞ্চে জনপ্রিয় ব্যান্ডশিল্পী মাইলসের শাফিন আহমেদও উপস্থিত ছিলেন।
বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘কোনো একজনের দোষে নির্বাচন হয়নি। সব দলগুলোর ভুল মিলে ২০১৪ সালের নির্বাচন হয়েছে। আমরা চাই গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক নিয়মে নির্বাচন কমিশনের অধীনে ও বর্তমান সরকারের অধীনে নির্বাচন। কেয়ারটেকার সরকারে আমরা বিশ্বাস করি না। সবার অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। এনডিএম নির্বাচন চায়। কারণ নির্বাচন ছাড়া গণতন্ত্র নাই।’