অবিভক্ত সংগঠন করছেন আওয়ামীপন্থী আইনজীবীরা
আওয়ামী মতাদর্শের সব আইনজীবীকে নিয়ে অবিভক্ত একটি সংগঠন হতে যাচ্ছে।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তে পৌঁছান আইনজীবীরা।
বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছে।
উপস্থিত একটি সূত্র জানায়, খুব কম সময়ে যাতে অবিভক্ত সংগঠন করা যায়, সে জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দিকনির্দেশনা, পরামর্শ গ্রহণ করবেন আইনজীবীরা। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামী এক সপ্তাহের মধ্যে আইনজীবীদের নিয়ে আরেকটি বৈঠক করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, আগামী বৈঠকে আবদুল মতিন খসরু, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মতো জ্যেষ্ঠ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। সেই বৈঠকেই অবিভক্ত সংগঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
গত ১২ এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ভেঙে দেওয়া হয়। আওয়ামী লীগপন্থী দুটি আইনজীবী সংগঠনে পরস্পরবিরোধ থাকায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতি দুটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা পরাজিত হন। এই বিরোধ নিষ্পত্তি করতে দুটি সংগঠন ভেঙে দেওয়া হয়।
আজকের বৈঠকে আওয়ামীপন্থী আইনজীবী সৈয়দ রেজাউর রহমান অবিভক্ত সংগঠনে ব্যারিস্টার আমির-উল-ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদসহ জ্যেষ্ঠ আইনজীবীদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, নেত্রীর পরামর্শে যখন সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হবে, সংগঠন গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, তখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
‘অতীত নিয়ে আর কথা বলতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। তাই ভবিষ্যতের জন্য কী করলে ভালো হবে, তা নিয়ে আলোচনা করাই ভালো। কার দোষ আছে, কার গুণ আছে, তা নিয়ে আর কথা বলতে চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই’, বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ নেতাদের ভাষ্য
বৈঠকের বিষয়ে জানতে চাইলে আইনজীবী নেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আইনজীবী সাহারা খাতুন এনটিভি অনলাইনকে বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৪ জন আইনজীবীকে নিয়ে একটি বৈঠক করেন। সেখানে অবিভক্তএকটি আইনজীবী ফোরাম গঠনের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তক্রমে খুব শিগগিরই এই সংগঠন সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করবে।
জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন এনটিভি অনলাইনকে বলেন, আইনজীবী নেতারা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বৈঠকে অবিভক্ত একটি আইনজীবী সংগঠন গঠন করতে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে দ্রুত এ সংগঠনটি আত্মপ্রকাশ করবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আজ আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে অবিভক্ত আইনজীবী সংগঠন গঠনের জন্য প্রাথমিক আলোচনা হয়েছে। এক সপ্তাহের মধ্যে আইনজীবী নেতাদের সঙ্গে আরো এক দফা বৈঠক করা হবে। সেখানে জ্যেষ্ঠ আইনজীবীরা থাকবেন। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ ও সিদ্ধান্তক্রমে সম্মেলন করে আইনজীবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে।
‘আমরা গত ১২ এপ্রিল আওয়ামী লীগ সমমনা দুটি আইনজীবী সংগঠন ভেঙে দিয়েছি’, বলেন হানিফ।
বৈঠকে অন্য আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সদস্য আইনজীবী রিয়াজুল কবির কাওসার প্রমুখ।
আইনজীবী নেতাদের মধ্যে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার, আইনজীবী লায়েকুজ্জামান, আবদুল্লাহ আবু, সৈয়দ রেজাউর রহমান, রেজাউল করিম রেজা প্রমুখ।