বিএনপি নেতা খায়রুল কবির খোকন কারাগারে
নাশকতার সাত মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে ১৪ মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির এই নেতা। এর মধ্যে সাত মামলায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
বিএনপি নেতার আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ গণমাধ্যমকে বলেন, রাজধানীর পল্টন, মতিঝিল, রমনাসহ বিভিন্ন থানায় দায়ের করা ১৪ মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করেন খায়রুল কবির খোকন।
এর মধ্যে সাত মামলায় তিনি জামিন পান। বাকি সাত মামলায় জামিন নামঞ্জুর হয়। এর মধ্যে মহানগর হাকিম গোলাম নবীর আদালতে পাঁচটি মামলায় জামিন পাননি বিএনপি নেতা খোকন।
এ আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী।