হেফাজত সংবিধান মানে না : শাহরিয়ার কবির
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংবিধান মানে না।
আজ শনিবার বিকেলে যশোর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন শাহরিয়ার।
ঘাদানিকের সভাপতি বলেন, ‘হেফাজত বাংলাদেশের সংবিধান মানে না। হেফাজতকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন। এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়।’
বাজেটে শহীদ পরিবারের জন্য বরাদ্দ রাখার দাবি জানিয়ে শাহরিয়ার কবির বলেন, ‘দেশে লক্ষকোটি টাকার বাজেট তৈরি হয়। কিন্তু শহীদ পরিবারের জন্য বাজেটে কিছু থাকে না।’
‘যারা যুদ্ধাপরাধী ঘোষিত হয়েছে, তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবারের মাঝে বণ্টন করতে হবে।’
‘একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রস্তাবিত মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকার অপরাধ আইন’ শীর্ষক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গণজাগরণ মঞ্চের যশোর শাখার আহ্বায়ক কাজী আবদুস শহীদ লাল। স্বাগত বক্তব্য দেন যশোর জেলা ঘাদানিকের সভাপতি হারুন-অর-রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবীর জাহিদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুণ্ডু।