২০১৮ সালের মাঝামাঝিতে নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০১৮ সালের মাঝামাঝি সময়ে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এখন থেকেই জনগণের কাছে গিয়ে ভোট চাইতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের।
আজ শনিবার বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে জেলা শ্রমিক লীগ আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এই মন্তব্য করেন।
শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, শ্রমিক ও মালিকদের আপত্তি আছে এমন কোনো আইন এই দেশে তৈরি হবে না। সবার স্বার্থ রেখে দেশে শ্রম আইন তৈরি হবে। তিনি বলেন, বাংলাদেশের শ্রম আইন সারা বিশ্বে স্বীকৃত। এই আইনের কোনো তুলনা চলে না।
মোশাররফ হোসেন বলেন, প্রতিটি আইনে শাস্তির বিধান থাকবেই। শাস্তির বিধান না থাকলে অপরাধীরা অপরাধ করে যাবে। অপরাধীদের কথা চিন্তা করেই আইন তৈরি হয়।
ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ প্রমুখ।