দুই ছাত্রীকে ধর্ষণ : ২৯ মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর বনানী থানায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ২৯ মে দিন নির্ধারণ করেছেন আদালত।
আজ রোববার ঢাকার মহানগর হাকিম সুব্রত ঘোষ এই দিন নির্ধারণ করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে শাফায়াত নামের একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁদের পুরোনো এক বন্ধু। পরিচয়ের সপ্তাহ দুয়েক পর গত ২৮ মার্চ দুই ছাত্রীকে জন্মদিনের পার্টিতে দাওয়াত করেন শাফায়াত। অনেক অনুরোধের পর তাঁরা ওই পার্টিতে যান। পার্টি ছিল বনানীর একটি চার তারকা হোটেল ও রেস্তোরাঁয়।
ওই পার্টিতে ওই দুই শিক্ষার্থীর পুরোনো বন্ধুও ছিলেন। অনুষ্ঠান শেষে তাঁদের ফেলে ওই বন্ধু চলে যান। সে সময় শাফায়াত ও তাঁর সহযোগীরা হোটেলের দুটি কক্ষে দুই ছাত্রীকে আটকে ফেলেন। পরে শাফায়াত ও তাঁর এক বন্ধু ওই দুজনকে ধর্ষণ করেন।
অভিযোগকারী শিক্ষার্থীদের দাবি, ধর্ষণের ভিডিও ধারণ করেন শাফায়াতের গাড়িচালক। ঘটনার পর দীর্ঘদিন মামলা করেননি দুই ছাত্রী।
এ বিষয়ে গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে বনানী থানায় ধর্ষণের মামলা করা হয়। মামলায় প্রধান আসামি করা হয় শাফায়াত আহমেদকে। এ ছাড়া অন্য আসামিদের মধ্যে আছেন নাঈম আশরাফ, সাদমান সাকিব, শাফায়াতের গাড়িচালক বিল্লাল ও অজ্ঞাতনামা এক দেহরক্ষী।