সরকার সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হবে : নোমান
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান অভিযোগ বলেছেন, জোর করে পৃথিবীর কোনো সরকারই বেশি দিন টিকে থাকতে পারেনি। আওয়ামী লীগও পারবে না। সুষ্ঠু নির্বাচন দিতে তারা বাধ্য হবে।
আজ সোমবার দুপুরে জামালপুর জেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নোমান এসব কথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার স্বৈরাচারী কায়দায় অবৈধভাবে দেশ পরিচালনা করছে। বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন গ্রাম পর্যন্ত ছড়িয়ে গেছে। তাঁরা হত্যা, গুম, লুটপাট করেছে বলেই ক্ষমতা হারালে কর্মীদের পালানোর কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নোমান বলেন, বিএনপি নেত্রী বুলেটের চেয়ে শক্তিশালী ব্যালটের জন্য আন্দোলন করছেন। এ সময় নেতাকর্মীদের এই আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল কাইয়ুম, এস এম আবদুল হালিম, বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স, আইনজীবী শাহ ওয়ারেছ আলী মামুন, শাহিদা আক্তার রিতা, সিরাজুল হক, সুলতান মাহমুদ বাবু।