আপিল বিভাগে মির্জা ফখরুলের জামিন বহাল
রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এসব মামলায় পুলিশের প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলেও জানান আদালত।
urgentPhoto
আজ রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মামলার বিবরণে জানা যায়, নাশকতার অভিযোগে গত বছর ২৯ ডিসেম্বর ও গত ৬ জানুয়ারি পল্টন থানায় দুটি এবং গত ৪ জানুয়ারি মতিঝিল থানায় একটি মামলা করে পুলিশ। গত ১৮ জুন এ তিন মামলায় মির্জা ফখরুলকে জামিন দেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ ২২ জুন হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে। পরে হাইকোর্ট ২৫ জুন রাষ্ট্রপক্ষের করা জামিন বাতিলের আবেদনের ওপর আদেশ দেওয়ার জন্য আজ রোববার দিন নির্ধারণ করেন।
প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে বর্তমান সরকারের আমলে হরতাল-অবরোধে নাশকতা ও গাড়িতে আগুন-ভাঙচুরের অপরাধে ৭৮টি মামলা রয়েছে। এর মধ্যে ২৫টি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বাকি মামলাগুলো এখনো তদন্তাধীন রয়েছে, খালাস পেয়েছেন একটি মানহানির মামলায়।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে পাগল বলার অভিযোগে করা মানহানির মামলায় মির্জা ফখরুল ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। এটিই ছিল তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে করা প্রথম মামলা।