সাফাতের দেহরক্ষী ও গাড়িচালক রিমান্ডে
রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামি রহমত আলীকে তিন দিনের ও বিল্লালকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে উভয়কে হাজির করা হয়। পরে ভিকটিম সাপোর্ট সেন্টারের পুলিশ পরিদর্শক ইসমত আরা অ্যানি তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম লস্কার সোহেল রানা আসামি রহমত আলীকে তিন দিন ও বিল্লালকে চার দিনের রিমান্ড দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান ওই তথ্য দিয়েছেন।
রহমত আলী ওই মামলার প্রধান আসামি সাফাত আহমেদের দেহরক্ষী। বিল্লাল হচ্ছেন সাফাতের গাড়ির চালক। সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে।
দেহরক্ষী রহমত আলীকে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে একই সময়ে রাজধানীর নবাবপুর রোডের ইব্রাহিম হোটেল থেকে বিল্লালকে গ্রেপ্তার করা হয়।
গত ২৮ মার্চ বনানীর হোটেল রেইনট্রিতে ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন দুই ছাত্রী। পরে ৬ মে বনানী থানায় মামলা করেন ওই দুই ছাত্রীর একজন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়।
গত ১১ মে সিলেটে গ্রেপ্তার হন মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফ।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত এবং সাকিফ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রিমান্ডে আছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।