ধামরাইয়ে একদিনে দুই গৃহবধূর লাশ উদ্ধার
ঢাকার ধামরাইয়ের কালামপুর ও দুনিগ্রামে গতকাল শনিবার দুজন গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন শার্মিলা (২৪) ও শেফালী (২৬)।
ধামরাই থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, কালামপুর বাজার এলাকায় মো. টিটু মিয়ার বাসার ভাড়াটিয়া রাজমিস্ত্রী মাসুদ হোসেন তাঁর স্ত্রী শার্মিলাকে প্রায়ই মারধর করতেন। গতকাল শনিবার সকালেও জুয়া খেলতে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপক ঝগড়া হয়। পরে মাসুদ শার্মিলাকে নির্যাতন করেন। এ নির্যাতন সহ্য করতে না পেরে বিকেলে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ওসি বলেন, ঘটনার পর থেকে মাসুদ পলাতক।
ফিরোজ তালুকদার বলেন, দুনিগ্রাম এলাকার ছানোয়ার হোসেনের স্ত্রী শেফালীও নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি একই গ্রামের হয়রত আলীর মেয়ে। তাঁকেও তাঁর স্বামী কারণে-অকারণে নির্যাতন করতেন। তিনি বলেন, দুই ঘটনাতেই পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে।
এর আগে ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন খান বলেছিলেন, লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই কথা বলেন ধামরাই থানার এসআই ছানোয়ার হোসেনও।