আমার কাছে সব কিছু স্বপ্নের মতো মনে হয় : আশরাফ
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বেঁচে আছেন, দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করছেন, দেশের মানুষকে স্বপ্ন দেখাছেন—এসব আমার কাছে সব কিছু স্বপ্নের মতো মনে হয়।‘
১৭ মে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উল্লিখিত কথাগুলো বলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয। এতে আশরাফ বলেন, ‘পরবাসে থাকার যে যন্ত্রণা তা আমি বুঝি। এটা রিমান্ড থেকেও ভয়াবহ। সবাইকে হারিয়ে পরবাস জীবন শেষে অনেক প্রতিবন্ধকতার মধ্যে দেশে এসেছিলেন। সেই থেকে আজ অবধি দেশের জন্য কাজ করে যাচ্ছেন। এখন সবার কাজ হবে তাঁর পাশে দাঁড়িয়ে কাজ করা।’
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যত দিন এই দেশে এই প্রকৃতি বেঁচে থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো দক্ষতা ও সৃজনশীলতার জন্য শেখ হাসিনাও বেঁচে থাকবেন।
বিএনপি প্রসঙ্গে কাদের বলেন, ‘বিএনপি নাকি ভিশন ২০৩০ ঘোষণার পর অনেক চাঙ্গা হয়েছে। আমি মনে করি ভেতরে ভেতরে আরো ফাটল ধরেছে। তার প্রমাণ সারা দেশে বিএনপির ধাওয়া-পালটাধাওয়া দেখেই বোঝা যায়।’ 'তারা মনে করে বিএনপিকে ভাঙার জন্য আওয়ামী লীগ ইন্ধন দিচ্ছে। কিন্তু তাদের দলের যে অবস্থা এতে ভাঙনের প্রয়োজন পড়ে না। তারা নিজেরাই ভেঙে পড়ে। অন্যদিকে আওয়ামী লীগ নিজেদের ভেতরে ঐক্য নিয়ে কাজ করছে। ঐক্যই আওয়ামী লীগের শক্তি।'
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপির অনেক কাজের সমালোচনা হতে পারে। কিন্তু একটি কাজের প্রশংসা করতে হয়। আমি জানি না আমার সঙ্গে আমার নেতাকর্মী ভাইয়েরা একমত হবেন কি না। বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনকে আদর্শ মনে করে সেটার অনুকরণে তাদের ভিশন ঘোষণা করেছে।' ওই সময় তিনি শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা করে তাঁর দীর্ঘ জীবন কামনা করেন।
সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, “যেদিন শেখ হাসিনা দেশে এসেছিলেন সেদিন রবীন্দ্রনাথের 'মন আবার নাচেরে আজিকে' গানের অনুরণনে নেচেছিল। বৃষ্টি আশীর্বাদ হয়ে এসেছিল।” তিনি বলেন, অবিশ্বাস্য উন্নয়ন হয়েছে। তা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে না। সেটা ভালোভাবে পৌঁছে দিতে হবে, শুধু ভাষণ দিলে হবে না।
‘শেখ হাসিনা তিন ঘণ্টার নেত্রী নন, তিনি ১৬ ঘণ্টার নেত্রী। তাঁর সফলতা বলে শেষ করা যাবে না', বলেন গোলাম সারওয়ার।
নাট্যবক্তিত্ব মমতাজউদ্দীন আহমদ বলেন, ‘আমি এত নাটক লিখেছি, অভিনয় করেছি, অনেক বই পড়েছি। কিন্তু কোথাও শেখ হাসিনার মতো এমন স্নিগ্ধ, স্বচ্ছ, ধার্মিক, ত্যাগী মানুষ আমি দেখিনি।’
আলোচনা সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন শহীদ বুদ্ধিজীবীর সন্তান ডা. নুজহাত চৌধুরী।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ, আবদুল মান্নান, মুকুল বোস, আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আবদুস সোবহান গোলাপ, দেলোয়ার হোসেন, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম, শাহে আলম মুরাদ, ছাত্রলীগ নেতা সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসেন আলোচনায় উপস্থিত ছিলেন।