সাংসদপুত্র রনিকে আবারো রিমান্ডে নিতে আবেদন
রাজধানীর নিউ ইস্কাটনে দুই খুনের মামলায় সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে রিমান্ডে ফের আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আমিনুল ইসলামের আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র দাস আবারো সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রনির পক্ষে আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু রিমান্ডের আবেদন নাকচ চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন সংশ্লিষ্ট আদালতের জিআরও (জেনারেল রেকর্ডিং অফিসার) মাহমুদুল হাসান। প্রায় ১০ মিনিট শুনানি শেষে বিচারক আগামী ৩০ জুন মামলার প্রয়োজনীয় নথিপত্র (সিডি) উপস্থাপনসহ রিমান্ড শুনানির নির্দেশ দেন।
গত ২৪ জুন রনিকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। এ ছাড়া ৯ জুন তাঁকে প্রথম দফায় রিমান্ডে নিয়েছিল পুলিশ।
গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে যানজটে পড়ে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম ও ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।
নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় মামলা করেন।
গত ৩১ মে ওই গাড়ির চালক ইমরান ফকিরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ১ জুন আদালতে দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।
ইমরানের স্বীকারোক্তি অনুযায়ী রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে রনিকে গ্রেপ্তার করে ডিবি। পরে রনিকে চার দিনের হেফাজতে পাঠান আদালত। কিন্তু রনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। গত ১৬ জুন বখতিয়ার আলম রনি জামিন চাইলে মহানগর হাকিম আমিনুল ইসলাম তাঁর জামিনের আবেদন নাকচ করেন।
এ ছাড়া ঘটনার সময় রনির সঙ্গে থাকা বন্ধু কামাল মাহমুদ, টাইগার কামাল ও জাহাঙ্গীর আদালতে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দিয়েছেন।