বিচারককে সম্মান না করা সংবিধানকে অসম্মান করার সমান
বিচারকের ওপর সম্মান না রাখা সংবিধানকে অসম্মান করার সমান বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘মানবসভ্যতার চাবি কাঠি হচ্ছে ন্যায়বিচার। একটি জাতির মানদণ্ড বিচার হয় সে দেশের বিচার ব্যবস্থার ওপর। একটি দেশের সভ্যতা নিরুপণ হয় সে দেশের বিচার ব্যবস্থা কত উন্নত তার ওপর। এই প্রতিষ্ঠানে যেই থাকুক তার ওপর সম্মান রাখা মানে সংবিধানের ওপর সম্মান রাখা।’
প্রধান বিচারপতি আরো বলেন, রাষ্ট্রের সবাই বিচার বিভাগের ওপর আস্থা রেখে বিচার বিভাগের যারা দায়িত্বে আছেন তাদের প্রতি সম্মান রেখে কথা বললে দেশে অন্যায় দুর্নীতি অনেক কমে যাবে। যত ক্ষমতাধর রাষ্ট্র হোক, যত ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানই হোক আইনের কাছে সে মাথা নত করে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। এমনকি বিচারকরাও আইনের ঊর্ধ্বে নয়। বিচার বিভাগ স্বাধীন কিন্তু বিচারকরা স্বাধীন না। বিচারকরা নিয়ন্ত্রণাধীন। কিছু রুলস আছে, এথিক্স আছে এর বাইরে বিচারকরা যেতে পারে না।
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু রায়হান খান।