অগ্রণী ব্যাংকে নিয়োগ : বিকেলের পরীক্ষা বাতিল
অগ্রণী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগের আজ শুক্রবার বিকেলের পরীক্ষা বাতিল করা হয়েছে। এর আগে সকালের পর্বে অনুষ্ঠিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বিকেলের পরীক্ষা বাতিলের বিষয়টি জানিয়েছেন।
এর আগে আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ওই পদে নিয়োগের বাছাইপর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৩টা থেকে বিকেলের পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সকালের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা।
অধ্যাপক রফিকুল ইসলাম জানান, প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে বিকেলের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় সকালের পরীক্ষা বাতিল করা হবে কি না এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তবে সেটা কখন, কীভাবে হয়েছে, সেটা কতটুকু সত্য, তা যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পরীক্ষার্থীদের অভিযোগ, সকালের পরীক্ষার প্রশ্নপত্র গতকাল রাতে ফাঁস হয়েছে। এরপর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু ফাঁস হওয়া প্রশ্নপত্রেই পরীক্ষা নেওয়া হয়েছে।