টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করব : তারানা
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
ঢাবি ছাত্রলীগের রোকেয়া হল শাখা আলোচনাটির আয়োজন করে। এতে প্রধান আলোচক হিসেবে দেওয়া বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখাই আমাদের প্রধান কর্তব্য। এ জন্য আমার বিভাগকে দুর্নীতিমুক্ত করা হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স হবে।’
প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি খাতের কাছে জিম্মি হওয়া যাবে না। তিনি বলেন, ‘আমরা মাথা উঁচু করে দাঁড়াব। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। কেন না বঙ্গবন্ধু বলেছিলেন, দুর্নীতি কৃষক, শ্রমিক করে না। দুর্নীতি করে শিক্ষিত শ্রেণির লোকেরা। সে জন্য যারা দুর্নীতি করে, তাদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।’
আলোচনা সভায় প্রধান হিসেবে অতিথি বক্তব্য দেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাঙালি জাতির কাছে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। কেন না তাঁদের এ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালি জাতি মুক্তি পেয়েছে।
‘আমাদের প্রধান ভিত্তি হলো মুক্তিযুদ্ধের চেতনা। সেটাকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সেটাই হোক আমাদের অঙ্গীকার’, বলেন উপাচার্য।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোকেয়া হলের প্রাধ্যক্ষ ড. নাজমা শাহীন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।