মেয়র আরিফের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা। আজ রোববার সকালে সিটি করপোরেশন ভবনে মেয়রের সঙ্গে বৈঠক করেন তিনি।
মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত হওয়া ওই বৈঠকে সিটি করপোরেশনের উন্নয়ন প্রকল্পে ভবিষ্যতে আরো সহযোগিতার আশ্বাস দিয়েছেন আদর্শ সোয়াইকা। বৈঠকে আরো উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব ও প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নূর আজিজুর রহমান।
বৈঠককালে ভারত সরকারের অর্থায়নে সিলেট সিটিতে বাস্তবায়নাধীন তিনটি প্রকল্পের কর্ম প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরা হয়। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে সিলেট মহানগরীতে একটি বহুতল ভবন বিশিষ্ট স্কুল, ক্লিনার কলোনিতে একটি ছয়তলা ভবন ও ধোপাদিঘীরপাড়ে ওয়াকওয়ে নির্মাণ করার কাজ অচিরেই শুরু হবে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটির উন্নয়ন সহযোগিতায় এগিয়ে আসায় ভারতের সরকারকে ধন্যবাদ জানান। সিলেট সিটির সুয়ারেজ সিস্টেম তৈরি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টসহ মহানগরীর জীবনমান উন্নয়নে ভারতীয় সরকারকে আরো এগিয়ে আসতে বলেন। এ ছাড়া মহানগরীর চালিবন্দরের শশ্মানঘাটকে আধুনিকায়নের কাজেও এগিয়ে আসার আহ্বান জানান মেয়র।
বৈঠকে ভারতের ডেপুটি হাই কমিশনার ড. আদর্শ সোয়াইকা জানান, বাংলাদেশের একাধিক মহানগরীর বিভিন্ন উন্নয়ন কাজে ভারত অনুদান দিচ্ছে। সিলেটে বরাদ্দ দেওয়া অনুদানের মাধ্যমে একটি বহুতল ভবন বিশিষ্ট স্কুল, ক্লিনার কলোনিতে একটি ছয়তলা ভবন ও ধোপাদিঘীরপাড়ে ওয়াকওয়ে নির্মিত হবে। সিলেট সিটি করপোরেশনের সঙ্গে যে সম্পর্কের সূচনা হয়েছে তা অব্যাহত থাকবে। আগামীতে সিলেট সিটি করপোরেশনের একাধিক উন্নয়ন কর্মসূচিতে ভারতীয় সরকার সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন।