মির্জা ফখরুলের আরো তিন মামলার শুনানি ২ জুলাই
সরকারবিরোধী হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা তিনটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদনের শুনানির জন্য ২ জুলাই দিন ধার্য করেছেন আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর আজ সোমবার দুপুরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানি শেষে এ আদেশের ওপর কোনো স্থগিতাদেশ না দিয়ে আগামী ২ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এটি শুনানির জন্য পাঠিয়ে দেন।
এ বিষয়ে মির্জা ফখরুলের প্যানেল আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, পল্টন থানায় দায়ের করা তিনটি মামলায় হাইকোর্ট জামিন দিয়েছিলেন। কিন্তু এসব জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বারে আবেদন করেছিল। আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
মামলার বিবরণে জানা যায়, মির্জা ফখরুলের বিরুদ্ধে নাশকতার অভিযোগে গত ৪ ও ৬ জানুয়ারি পল্টন থানায় তিনটি মামলা করা হয়। এসব মামলায় গত ২১ জুন হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলকে জামিন দেন। একই সঙ্গে ফখরুলকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন।
এর আগে এসব মামলায় গত ২ জুন ফখরুলের জামিন নামঞ্জুর করেন আদালত। পরে এর বিরুদ্ধে ১৪ জুন ফখরুলের পক্ষে উচ্চ আদালতে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
এদিকে গতকাল রোববার মতিঝিল ও পল্টন থানার আরো তিনটি মামলায় মির্জা ফখরুলের জামিন বহাল রাখে আপিল বিভাগ। গত ১৮ জুন এসব মামলায় হাইকোর্ট তাঁকে জামিন দেওয়ার পর তাঁর বিরুদ্ধে চেম্বার আদালতে স্থগিতাদেশ চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। শুনানি শেষে আদালত গতকাল রোববার রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে দেন।