ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার জন্য ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার পৌরসভার হলরুমে আয়োজিত এক অধিবেশনে ৮০ কোটি ৮২ লাখ ৫৮ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র হাজি মো. শাহীন।
মেয়র জানান, পৌরসভার রাজস্ব আয় আট কোটি ৮০ লাখ ৪৩ হাজার ২২১ টাকা ১৬ পয়সা। উন্নয়ন হিসাব থেকে আয় ৭১ কোটি ৬২ লাখ ৪৪ হাজার টাকা এবং পানি শাখা থেকে আয় ৩৯ লাখ ৭০ হাজার ৯৩২ টাকা ৫৩ পয়সা।
এ অর্থবছরের বাজেটে নতুন করে কর আরোপ করা হয়নি। তবে নতুন কয়েকটি করের আওতা বাড়ানো হয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন পৌর মেয়র হাজি মো. শাহিন।
বাজেট অধিবেশনে সব পৌর কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সুধীজনরা উপস্থিত ছিলেন। প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণার পর সাংবাদিকসহ উপস্থিত পৌর নাগরিকদের বাজেট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র।