পাচারের শিকারদের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
মানবপাচার রোধে সমাজের সবার সমর্থন আদায় করতে সহযোগিতার পাশাপাশি ফিরে আসা ভুক্তভোগীদের পুনর্বাসন ও সমাজের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা দিবে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট আজ মঙ্গলবার এসব কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক অপরাধের মতো মানবপাচার কোনো একটি দেশ, সংস্থা কিংবা সরকারের কোনো মন্ত্রণালয় দমন করতে পারে না। এর উৎপত্তি, মাধ্যম এবং গন্তব্য দেশগুলোকে এক হয়ে তা রোধে কাজ করতে হবে।
‘গণসচেতনতা তৈরি করতে আমরা মানবপাচার রোধে সবার সমর্থন আদায়ের জন্য বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাব। ভুক্তভোগীদের পুনর্বাসন, স্বাভাবিক জীবন এবং সমাজে ফিরিয়ে আনার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা দিয়ে যাব।’
মানবপাচার প্রতিরোধ বিষয়ে ইউএস এইড এ অনুষ্ঠানের আয়োজন করে। স্বরাষ্ট্র,পররাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা আলোচনায় অংশ নেন।