বিএনপির চার নেতার আত্মসমর্পণ
বিরোধীদলীয় নেতা থাকাকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মেয়রসহ বিএনপির চার নেতা আদালতে আত্মসমর্পণ করেছেন।
আজ বুধবার সকালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাঁদের আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আত্মসমর্পণকারীরা হলেন কলারোয়া পৌর মেয়র ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. আকতারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কয়লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রকিব, যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম ও আলতাফ হোসেন।
জানা যায়, আজ সকালে অ্যাডভোকেট আবদুল মজিদ এ চার বিএনপি নেতার পক্ষে জামিন আবেদন করেন। এতে আপত্তি জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ওসমান গনি। শুনানি শেষে জেলা ও দায়রা জজ জোয়ার্দার আমিরুল ইসলাম তাঁদের জামিন আবেদন নাকচ করে দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন ।
মামলার বিবরণে জানা যায়, গত ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরাধীদলীয় নেতা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাতক্ষীরার হিজলদি গ্রামের ধর্ষিতা মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখে যশোর যাচ্ছিলেন। পথে কলারোয়ায় তাঁর গাড়িবহর হামলার শিকার হন। এ হামলায় তিনি অক্ষত থাকলেও তাঁর গাড়ির পতাকা স্ট্যান্ড ভেঙে যায় এবং ৩০ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পুলিশ মামলা না নেওয়ায় আদালতে মামলা করেন কলারোয়ার মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোসলেম উদ্দিন।
পরে আদালতে এ মামলা খারিজ হয়ে গেলে ২০১৪ সালের সেপ্টেম্বরে উচ্চ আদালতের নির্দেশে মামলাটি পুনরুজ্জীবিত করা হয়।
তদন্ত শেষে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সফিকুল ইসলাম এ মামলায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিরুদ্ধে চার্জশিট দেন।
মামলায় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তারসহ চারজন উচ্চ আদালতের জামিনে রয়েছেন। ছয়জনকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এ ছাড়া পাঁচজন গ্রেপ্তার রয়েছেন।