হেফাজতের প্রতি সরকারের নমনীয়তার ব্যাখ্যা চায় নির্মূল কমিটি
হেফাজতে ইসলামকে উগ্র মৌলবাদী সংগঠন আখ্যা দিয়ে এই সংগঠনের প্রতি সরকারের হঠাৎ নমনীয়তার ব্যাখ্যা চেয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন করে সরকারের কাছে এ ব্যাখ্যা চাওয়া হয়।
এতে কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, জামায়াত-হেফাজতের মতো সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হলে মুক্তিযুদ্ধের যাবতীয় অর্জন ধ্বংস হয়ে যাবে। কওমি মাদ্রাসার স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর হেফাজতে ইসলামের ধৃষ্টতা আরো বেড়েছে।
শাহরিয়ার কবির আরো বলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মুক্তিযুদ্ধের চেতনার প্রতি দায়বদ্ধ, কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে না। তিনি বলেন, ‘প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের পর দুটি ট্রাইব্যুনালের একটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে; যা যুদ্ধাপরাধীদের বিচারের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের উদ্বিগ্ন করছে। তিনি কুখ্যাত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা চলাকালে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন এবং কথা বলছেন, যা একজন বিচারকের আচরণবিধির গুরুতর লঙ্ঘন। বিভিন্ন সময়ে বর্তমান প্রধান বিচারপতির বক্তব্য ও আচরণ মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে যেমন হতাশ ও ক্ষুব্ধ করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও গণহত্যাকারীদের উল্লসিত করেছে।’