২১ আগস্ট গ্রেনেড হামলা, আরো দুজনের সাক্ষ্যগ্রহণ
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আরো দুজনের সাক্ষ্যগ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। আজ বুধবার ঢাকার কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী এজলাসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারিত ছিল।
ওই মামলায় সাক্ষ্য দিতে গ্রেনেড হামলায় আহত রানী বেগম ও মেহের বানু আজ সকালে ট্রাইব্যুনালে হাজির হন। পরে বিচারক তাঁদের সাক্ষ্যগ্রহণ করেন।
এ মামলার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের সহকারী অ্যাডভোকেট আকরাম উদ্দিন শ্যামল সাংবাদিকদের সাক্ষ্যগ্রহণের তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আগামী ৭ ও ৮ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। এ নিয়ে মামলাটিতে ১৬০ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করা হলো।
সাক্ষ্যগ্রহণের সময় সাবেক মন্ত্রী জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ এ মামলায় কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়।
অন্যদিকে জামিনে থাকা আসামি খালেদা জিয়ার ভাগ্নে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আদালতে হাজির হন।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন৷