আমরা আবদার করব না, আপনারাও করবেন না, বিএনপিকে কাদের
নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগের কোনো আবদার নেই জানিয়ে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিরও যেন কোনো আবদার না থাকে।
আর নির্বাচন কমিশন কারো ‘আবদার’ না শুনে সংবিধান অনুযায়ী নির্বাচন দেয় সে অনুরোধও করেছেন সেতুমন্ত্রী।
আজ রোববার রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়া নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন আওয়ামী লীগের আবদার যেন কানে না শুনেন। আমি তাঁকে (খালেদা জিয়া) বলতে চাই, আওয়ামী লীগের কোনো মামার বাড়ির আবদার নেই, সেটা বিএনপির থাকতে পারে।’
‘আবদার আমরাও করব না, আপনারাও করবেন না। নির্বাচন কমিশন কারো আবদার শুনবেন না, তারা সংবিধান অনুযায়ী নির্বাচন দেবেন’- বলেন কাদের।
আওয়ামী লীগ নেতা বলেন, ‘নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য তারা (বিএনপি) এখন মামলা প্রত্যাহার করতে বলে। আমাদের একজন এমপি কারাগারে, আমরা ক্ষমতায়, তাঁর ছয় মাসের দণ্ড হয়ে গেছে। আমাদের দুই তিনজন মন্ত্রী রেগুলার আদালতে হাজিরা দিচ্ছেন, বিচারের সম্মুখীন। তাহলে আমরা তাদের মামলা প্রত্যাহার করতেও বলব না। মামলা প্রত্যাহারের সঙ্গে নির্বাচনের পরিবেশের কোনো সম্পর্ক নেই।’
শিক্ষকদের রাজনীতি করার কোনো দরকার নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দল সমর্থন করা যার যার অধিকার। শিক্ষকরাও সমর্থন করতে পারেন। কিন্তু শিক্ষকরা সক্রিয় রাজনীতি করলে শিক্ষার মান উন্নত হবে না।
মানসম্মত শিক্ষার জন্য মানসম্মত শিক্ষকতাও দরকার বলে উল্লেখ করেন কাদের। তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠদানের জন্য শিক্ষকদেরও হোমওয়ার্ক করতে হবে। তা হলে শিক্ষা ব্যবস্থার জন্য শুভ হবে।
সেতুমন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের ভালো ফলাফল শিক্ষা ব্যবস্থা গুণগত মানের উচ্চতা? আমি সেটা মনে করি না। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে দুজন পাস করে, এটা কোয়ালিটি শিক্ষা নয়। আমরা কোয়ালিটি শিক্ষা চাই। আমরা পরীক্ষার্থী চাই না, শিক্ষার্থী চাই।’
ওবায়দুল কাদের বলেন, ‘আজকাল তো প্রশ্নপত্র লিক (ফাঁস) হয়ে যায়। ইন্টারনেট আমাদের অনেক উন্নতি করে দিচ্ছে। সারা দেশ ডিজিটাল হচ্ছে। কিন্তু ইন্টারনেটের কিছু সমস্যাও আছে। প্রশ্নপত্র ফাঁসে ইন্টারনেটের একটা ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের বলব ইন্টারনেটে প্রশ্নপত্র লিকের সুযোগ তোমরা প্রত্যাখ্যান কর। জীবিকার জন্য নয়, জীবনের জন্য শিক্ষা চাই।’
শিক্ষার্থীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘মাদক, ইয়াবা এবং দুর্নীতিকে না বলো। দুর্নীতি করবে না, মাদক নিবে না, মাদককে ঘৃণা করবে। আজকে আমাদের দুর্ভাগ্য শেখ হাসিনা ছাড়া আর একজন রাজনীতিকও মাদকের বিরুদ্ধে কথা বলে না। আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল এর বিরুদ্ধে কথা বলে না। আজকে ইয়াবা আমাদের তরুণ সমাজের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করে দিচ্ছে। অথচ ইয়াবার বিরুদ্ধে আমাদের রাজনৈতিক নেতারা নীরব।’
‘যে যে রাজনৈতিক দল করুন না কেন, ইয়াবা আমাদের সবার শত্রু, মাদক আমাদের শত্রু। তাই এর বিরুদ্ধে আমাদের সবাইকে কথা বলতে হবে’- যোগ করেন কাদের।
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার।