সম্মিলিত জাতীয় জোট দেশে পরিবর্তন আনবে : এরশাদ
সম্মিলিত জাতীয় জোট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, তাঁদের জোট নির্বাচনে অংশ নিয়ে দেশে পরিবর্তন আনবে। জাতীয় জোটই হবে আগামী নির্বাচনে মূল শক্তি।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউশন অব বাংলাদেশ-এর মিলনায়তনে ইফতার মাহফিলের আগে জাতীয় জোটের নেতাদের উদ্দেশে বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।
৫৮টি রাজনৈতিক দল নিয়ে গঠিত জাতীয় জোটের এই ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব ও সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি ও সম্মিলিত ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মান্নান।
এরশাদ আরো বলেন, দেশের শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় জাতীয় জোটই বিরাট শক্তি হিসেবে কাজ করবে। এই জোটই হচ্ছে নির্বাচনের সত্যিকারের নির্বাচনী জোট।
জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি বলেন, ‘আগামী দিনে জাতীয় জোটই হবে নির্বাচনের মূল রাজনৈতিক শক্তি। ঈদের পর আমরা দুদিনব্যাপী সভা করে নির্বাচনী কৌশল ঠিক করব।’
ইফতারের আগে দেশের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন কারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী।