এ বাজেট গরিব মারার বাজেট : শামা ওবায়েদ
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘অবৈধ সরকারের অর্থমন্ত্রী একটি বাজেট দিয়েছেন। এ বাজেট হচ্ছে গরিব মারার বাজেট। এ বাজেট মধ্যবিত্ত, নিম্নবিত্ত মারার বাজেট।’
আজ বুধবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে দুলারডাঙ্গী চেয়ারম্যানবাড়িতে ইফতার অনুষ্ঠানে শামা ওবায়েদ এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘বাজারে যাবেন যাই কিনবেন প্রত্যেকটি জিনিসের সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যোগ করা হয়েছে। ব্যাংকে এক লাখ টাকা রাখবেন, তার মধ্যে ৮০০ টাকা কেটে নিবে। যে গরিব মানুষের ১০ হাজার টাকা রোজগার সে যা ট্যাক্স দিবে যার ১০ লাখ টাকা রোজগার সে একই ট্যাক্স দিবে।’
শামা ওবায়েদ বলেন, ‘যে সরকার মনে করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় যাবে, তারা কখনো এ ধরনের বাজেট দিতে পারে না। এ বাজেট লুটপাটের বাজেট। চুরি করার বাজেট।’
বিএনপি নেত্রী আরো বলেন, ‘দলীয় সরকারের অধীনে কখনো অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। অথচ দেশের ১৬ কোটি মানুষই চায় আগামী সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হোক। গণদাবিকে উপেক্ষা করে আ. লীগ দলীয় সরকারের অধীনে আবারও প্রহসনের নির্বাচনের যে স্বপ্ন দেখছেন তা বাংলাদেশের মাটিতে আর সম্ভব নয়, দেশের জনগণ কখনো তা মেনে নেবে না।’
ইফতার পূর্ব সমাবেশে রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা গিয়াসউদ্দিন আহমেদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, নগরকান্দা উপজেলা বিএনপির সদস্য কামরুল মণ্ডল প্রমুখ।