‘রামপাল বিদ্যুৎকেন্দ্র চাপিয়ে দেওয়াও দুর্নীতি’
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ চাপিয়ে দেওয়া একধরনের দুর্নীতি বলে মন্তব্য করেছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল।
আজ শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত ‘সুন্দরবনের জীব ভৌগোলিক বলয়ে রামপাল থেকে নির্গত পারদের প্রভাব’ শীর্ষক আলোচনায় সুলতানা কামাল এই মন্তব্য করেন।
রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করার আহ্বান জানিয়ে সুলতানা কামাল বলেন, ‘আমি যখন একটি ক্ষমতার সুযোগ নিয়ে এমন কিছু করি যেটা আসলে মানুষের জন্য ক্ষতি করে, সেটাও একধরনের দুর্নীতি। কেবল টাকা-পয়সার দুর্নীতি হয় না, ক্ষমতার অপব্যবহারেরও দুর্নীতি হয়। কাজেই তাঁরা যখন শুনছেন না কথাগুলো আপনারা অনুগ্রহ করে নিজেরাই চিন্তা করে দেখেন এটা কতখানি ভিত্তিহীন, কতখানি বিজ্ঞানভিত্তিক।’