দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশে বিলম্ব হওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থী, অভিভাবক ও জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন। আজ রোববার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘তথ্যপ্রযুক্তির সক্ষমতা ও দক্ষতার অভাবেই এই ত্রুটি হয়েছে। আমি সবার কাছে এ জন্য ক্ষমা প্রার্থনা করছি। আশা রাখি, তাঁরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
নাহিদ বলেন, ‘ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে ব্যাপারে আমরা সতর্ক থাকব। ফল প্রকাশে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের মধ্যে কোনো সমন্বয়হীনতা ছিল না। আমরা সবাই আন্তরিকভাবে কাজ করেছি। তবে আমরা অনুসন্ধান করে দেখব, এই ত্রুটি-বিচ্যুতির সঙ্গে কেউ জড়িত কি না, থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
কয়েক দফা পেছানোর পর গত ২৮ জুন রাতে একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ করা হয়। এ নিয়ে সাড়ে ১১ লাখ শিক্ষার্থী ভোগান্তিতে পড়ে।
একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নীতিমালা অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) ফলের ভিত্তিতে করা আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডই ঠিক করে দেবে, কে কোন কলেজে ভর্তির সুযোগ পাবে। এ জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে বা এসএমএসের মাধ্যমে পছন্দের পাঁচটি কলেজের তালিকা দিয়ে আবেদন করে।
এরই মধ্যে একাদশের ক্লাস শুরু হয়েছে। তবে অনেক শিক্ষার্থী নানা জটিলতার কারণে ভর্তি হতে পারেনি।