ফের দায়িত্ব নিলেন গাজীপুরের মেয়র মান্নান
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান বলেন, ‘বারবার আমাকে হয়রানি করা হয়েছে। নতুন নতুন মামলা দেওয়া হয়েছে। যাই হোক আইনি লড়াইয়ের মাধ্যমে আমি এখানে বসতে পেরেছি।’
দুই বছর সাড়ে চার মাস পর আজ রোববার পুনরায় মেয়রের দায়িত্ব গ্রহণ করেন এম এ মান্নান।
দুপুরে উচ্চ আদালতের আদেশের কপি নিয়ে নগর ভবনে এসে মেয়রের কার্যালয়ে বসেন এম এ মান্নান। পরে তিনি সিটি করপোরেশনের কাউন্সিলর ও নগরবাসীর সহযোগিতা কামনা করেন। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলে রাজনৈতিক হয়রানি ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেন। অন্যায়ভাবে তাঁকে দুই বছর সাড়ে চার মাস সিটি করপোরেশনের বাইরে রাখা হয় বলে জানান তিনি।
অধ্যাপক এম এ মান্নান বলেন, ‘যে মামলাগুলো দিয়ে আমাকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক রাখা হয়েছে, সব মামলাই ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট থেকে রায় পেয়েছি। গত বৃহস্পতিবার আমার কপি হাতে পেয়েছি। আমি আপনাদের সবার সহযোগিতা চাই। গাজীপুর মহানগরীর জনগণের সহযোগিতা চাই।’
২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার বাসা থেকে নাশকতা মামলায় গ্রেপ্তার হন। পরে প্রায় ২২ মাস জেলে থাকতে হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে এ পর্যন্ত ৩০টি মামলা করা হয়। গত বৃহস্পতিবার আদালতের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে তিনি আজ নগর ভবনে আসেন।