হাছান মাহমুদ একটা পলিটিক্যাল বেয়াদব : নজরুল ইসলাম
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদকে ‘পলিটিক্যাল বেয়াদব’ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি নেতাদের গাড়িবহরে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
গতকাল রোববার সৌদি আরবের মদিনায় বেলাল মসজিদের পাশে আয়োজিত ইফতার ও আলোচনা সভায় এসব কথা বলেন নজরুল ইসলাম।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় গাড়ির ভাঙা কাচে মির্জা ফখরুল, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হন। সম্প্রতি পাহাড়ধসে সংশ্লিষ্ট এলাকার মানববিপর্যয়ে বিপন্ন এলাকা সরেজমিনে দেখতে ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেই সেখানে যেতে চান বিএনপি নেতারা।
এ ঘটনা প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য দেওয়া হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের দেশে এখন পলিটিক্যাল বেয়াদব হয়ে গেছে, আগে শোনা যেত না এসব শব্দ। এখন কিছু রাজনৈতিক বেয়াদব হয়ে গেছে যার মধ্যে অন্যতম হলো হাছান মাহমুদ বলে একজন আওয়ামী লীগের নেতা।’
নজরুল ইসলাম বলেন, ‘এরা রাজনীতিবিদ না, রাজনীতির ন্যূনতম সংস্কৃতি এদের মধ্যে নাই। বিদেশে যেয়ে অনেকে টাকা-পয়সা থাকলে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে আসা যায়। ওনারও (হাছান মাহমুদ) ওই রকম ডিগ্রিটিগ্রি আছে। কিন্তু ভদ্রলোক যে হয়নি এটা বোঝা যাচ্ছে, ভালো মানুষ যে হয়নি এটা বোঝা যাচ্ছে। এখন এ ধরনের লোকরা যারা রাজনীতিবিদ হয়ে বা নিজেদেরকে রাজনীতিবিদ বলে পরিচয় দেয়, অথচ রাজনীতির বিষয়ে, রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্কে এ রকম মন্তব্য করে এরা রাজনৈতিক বেয়াদব ছাড়া আর কিছু নয়।’
বিএনপির এই নেতা বলেন, ‘পাহাড়ধসে মানুষ কষ্ট করছে, তাদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে, সাহায্য করতে যাচ্ছে এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না। কিন্তু এমন এক সরকারের অধীনে আমরা, যে আপনার প্রোগ্রাম কী সেটা ব্যাপার না, বড় কথা হলো, তাদের যেমন স্বভাব তেমন আচরণ।’
গাড়িবহরে হামলার পর গতকাল এনটিভি অনলাইনকে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতাদের ওপর হামলার ঘটনা রহস্যজনক। কারণ, গাড়িতে ধাক্কা লাগার পর রাঙ্গুনিয়া থানা পুলিশ সেখানে যায়। পুলিশ বিএনপি নেতাদের রাঙামাটি পৌঁছে দিতে সহায়তার আশ্বাস দেয়। তারপরও তাঁরা সেই সহায়তা নেয়নি। তাহলে তাঁরা কি আসলেই রাঙামাটি যেতে চাচ্ছিলেন, নাকি ইস্যু তৈরি করতে চাচ্ছিলেন সে রহস্য থেকেই যাচ্ছে।’
এ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘আমি দেখলাম ফেসবুকে সে (হাছান মাহমুদ) বলেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের গাড়ির বহর থেকে কাকে ধাক্কা দিছে সেই জন্য কিছু হয়ে থাকতে পারে, এমন বিতর্কিত না। বিএনপির সেক্রেটারি জেনারেল, একজন সাবেক মন্ত্রী, স্থায়ী কমিটির সদস্যসহ আরো নেতৃবৃন্দ, তাঁদেরকে একেবারে প্রস্তুতি নিয়ে, বৃষ্টি হচ্ছিল রাঙ্গুনিয়া থানার হেডকোয়ার্টার…সেখানে দল বেঁধে লোক এসে গাড়িতে হামলা করেছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল নাকি বলেছে, এটাতে তাদের যদি কোনো লোক জড়িত থাকে তাহলে তাদের বিচার করা হবে। ভালো, যদি তারা বিচার করে আমরা খুশি হব।’
সরকার প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, ‘কোনো রকমের রাজনৈতিক আচরণ এই সরকারের মধ্যে নাই, অরাজনৈতিক আচরণ আছে। কোনো রকমের মানবিক মূল্যবোধ এই সরকার মানে না। এই সরকার একটা অমানবিক সরকার, এমন তার নিপীড়নের পরিমাণ বেড়ে, এই সরকারকে দানবিক সরকারও বলা যেতে পারে।’
এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মদিনা বিএনপির সাবেক সভাপতি আবদুল মোমিন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পিয়ার আহমেদ পিয়ার, ভিপি বাবুল ও সালাউদ্দিন সোহেল। ইফতার ও আলোচনা সভায় বিপুলসংখ্যক মদিনা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গতকালের ওই হামলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশেই হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।