টাঙ্গাইলে দর্জি নিখিল হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দার হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
আজ মঙ্গলবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা আশরাফ হোসেন।
গত বছরের ৩০ এপ্রিল দুপুর ১২টার দিকে গোপালপুর পৌরসভার ডুবাইল বাজারে নিখিল চন্দ্র জোয়ার্দারকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত সক্রিয় সদস্যরা। পরে তারা মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।
নিখিলের বাড়ি পৌরসভার ডুবাইল বাজার এলাকায়। তাঁর বাবার নাম নলিনী চন্দ্র জোয়ার্দার।
মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, নিখিল চন্দ্র জোয়ার্দার হত্যাকাণ্ডের দিনেই তাঁর স্ত্রী আরতী রাণী জোর্য়াদার বাদী হয়ে গোপালপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব পায় টাঙ্গাইল ডিবি। এর পর পুলিশ প্রথমে সন্দেহজনক পাঁচজনকে আটক করে। তাঁদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কোনো ক্লু খুঁজে না পেয়ে অধিকতর তদন্ত শুরু করে। পরে গত বছরের ৪ সেপ্টেম্বর গোপালপুরের শাখারিয়া এলাকার নব্য জেএমবির সক্রিয় সদস্য মোছলেম উদ্দিনকে আটক করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে মোছলেম উদ্দিন জানান, সিরাজগঞ্জের বেলকুচি থানার বওড়া রফাদার বাড়ির জেএমবির সক্রিয় সদস্য মতিয়ার রহমান, পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার মুন্সীপাড়া এলাকার জেএমবির সদস্য নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল ও তিনি নিজে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এ ছাড়া যে বাড়িতে ভাড়া থেকে জেএমবির সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটান, সেই বাড়ির মালিক টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা রাজাবাড়ির মোকাদ্দেস আলীর ছেলে নাজমুল হাসান শাকিলকেও আসামি করা হয়েছে। তাঁকেও গত বছরের ১৫ অক্টোবর আটক করা হয়।
মামলায় মোট আসামি করা হয়েছে এই চারজনকে। মামলার আসামি বাইক নজরুল গত বছরের ২ আগস্ট রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। তাঁকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা ও স্থানীয় লোকজনসহ মামলায় মোট ১০ জনকে সাক্ষী করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল ডিবির ওসি অশোক কুমার সিংহ জানান, জেএমবির সক্রিয় সদস্যরা দেশে ভিন্ন ধর্মাবলম্বীদের বেছে বেছে হত্যা করছিল। তারই ধারাবাহিকতায় নিখিল চন্দ্র জোয়ার্দারকে তারা হত্যা করে। দীর্ঘ তদন্ত শেষে আজ এই চাঞ্চল্যকর মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।