আ. লীগ পালানোর সুযোগ খুঁজছে : শামা ওবায়েদ
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছে, ‘ভিশন-২০৩০’ ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের পায়ের তলার মাটি সরে গেছে। এখন তারা পালানোর সুযোগ খুঁজে বেড়াচ্ছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দায় লস্করদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ‘ভিশন-২০৩০’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এই মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, বিএনপিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আগামী নির্বাচনে বিএনপি অবশ্যই অংশ নেবে এবং তা হবে সহায়ক সরকারের অধীনে। তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের জোয়ারে নৌকা ডুবে যাবে। দেশের জনগণ এই গণবিচ্ছিন্ন সরকারের বিদায়ঘণ্টা দেখতে উন্মুখ হয়ে আছে।
অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী লিয়াকত আলী খান বুলু সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ পরিচালনা করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী সৈয়দ মোদাররেস আলী ইছা, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, আইনজীবী হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দীন মন্ডল, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, জ্যেষ্ঠ সহসভাপতি হাবিবুর রহমান বাবুল, ফরিদপুর জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আইনজীবী হাবিবুর রহমান হাফিজ, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুবদলের কেন্দ্রীয় নেতা হাফিজুর রহমান শরীফ, যুবদল নেতা আলিমুজ্জমান সেলু, হেলালউদ্দীন হেলাল, ওলামা দল নেতা মাওলানা দেলোয়ার হোসেন ঝিল্লু, ছাত্রনেতা রবিউল ইসলাম বাবু, মুফতি সৈয়দ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
নগরকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ইফতার মাহফিলে অংশ নেয়।