আগামী অর্থবছর খুবই গুরুত্বপূর্ণ : মোশাররফ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরো গতিশীল করতে ২০১৭-২০১৮ অর্থবছর খুবই গুরুত্বপূর্ণ। এই অর্থবছরে বিশাল বাজেটের মাধ্যমে বিশাল উন্নয়ন কর্মযজ্ঞ হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরে কবি জসিমউদদীন হলে মন্ত্রীর ঐচ্ছিক ও অন্যান্য তহবিলে অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) উম্মে সালমা তানজিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা প্রমুখ।
বক্তব্যে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে অনেক কাজ করতে হবে। উন্নয়নের এ মহাসড়কে কাজের অন্ত নাই। আমরা যে কাজ শুরু করেছি, তা শেষ করতে হলে সবাইকে সম্মিলিতভাবে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যেতে হবে।’
‘বড় বাজেট মানে সামনে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা সক্ষম। তাই আসুন সকলেই দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হই। বিশ্বদরবারে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার কাজে অংশ নিই এবং আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার অঙ্গীকার করি।’
আলোচনা শেষে মন্ত্রী তাঁর নিজস্ব তহবিল থেকে ৬৫ জনকে চার লাখ টাকা, ৮১ জন দুস্থ মুক্তিযোদ্ধাকে পাঁচ লাখ, বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪০ পরিবারকে তিন হাজার টাকা করে মোট সাত লাখ ২০ হাজার, ১৫টি মসজিদে মোট দুই লাখ, চারটি মন্দিরে ৪০ হাজার, মোট ৬২ জন নারীকে ৬২টি সেলাই মেশিন, জেলা পরিষদের পক্ষ থেকে ৪৫ জন দুস্থ ও বেকারের মধ্যে সাত লাখ ৫৮ হাজার, মিল্ক ভিটার গরু পালনকারী ১২৫ জনকে ১০ হাজার করে ১২ লাখ ৫০ হাজার টাকার চেকসহ মোট প্রায় ৪০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।