কোথাও যানজট নেই : ওবায়দুল কাদের
মহাসড়কে গাড়ির চাপ আছে, তবে কোথাও যানজট নেই বলে দাবি করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কিছু অভিযোগ আছে বলে জানান তিনি।
আজ শুক্রবার বিকেলে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করতে এসে এসব কথা জানান ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, ‘গাড়ির চাপ বেশি। কিন্তু কোথাও গাড়ি থেমে নেই। চাঁদাবাজির অভিযোগ গতবারের তুলনায় কম। আমরা শক্তভাবে মনিটরিং করছি। কিছু কিছু বিচ্যুতি আছে। এগুলো আমরা কেস টু কেস অবশ্যই দেখব।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘গত বছরগুলোর তুলনায় রাস্তাঘাটের পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, তাই সাধারণ মানুষের ঈদযাত্রা স্বস্তিকর হচ্ছে।’ এ ছাড়া কারো বিরুদ্ধে যানবাহনের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ পেলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানান ওবায়দুল কাদের।