গায়ের জোরে ভাঙা হচ্ছে মওদুদের বাড়ি : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, অন্যায়ভাবে গায়ের জোরে তাঁর দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়ি ভাঙা হচ্ছে বলে অভিযোগ করেছেন।
আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘এই বাড়ির ওপর উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল ও নিম্ন আদালতে দেওয়ানি মামলা দায়ের থাকা সত্ত্বেও অন্যায়ভাবে আজ সকাল থেকে গায়ের জোরে বাড়িটি ভাঙা শুরু হয়েছে। আদালতের কোনো নির্দেশনা ব্যতিরেকেই সরকার বাড়িটি গুঁড়িয়ে দিল। এই বেআইনি সরকার বেআইনি কাজই করবে, এটাই স্বাভাবিক।’
বিএনপির এই নেতা বলেন, ‘উচ্চ আদালতে রিট পিটিশন ও দেওয়ানি মামলা পেন্ডিং থাকা অবস্থায় ভোটারবিহীন সরকারের এই পদক্ষেপ আইনকে দুর্বিনীত কায়দায় পদদলিত করারই শামিল। এই সরকার যে আইনকে পরোয়া করে না এবং আইনের ওপর শ্রদ্ধাশীল নয়, তা আবার প্রমাণিত হলো।’
জনদৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দিতেই মওদুদ আহমদের বাড়ি ভাঙা হচ্ছে মন্তব্য করে রিজভী আহমেদ বলেন, ‘এবার ঈদে ঘরমুখো মানুষ যেন আনন্দ ও শঙ্কার আলোছায়ার মধ্যে আবদ্ধ। ঈদে নাড়ির টানে বাড়ি ছুটছে মানুষ। বাড়িতে যেতে ঈদযাত্রা যেন মানুষের উদ্বেল আনন্দধারা। কিন্তু যাত্রাপথের ভোগান্তি এখন কুৎসিত রূপ ধারণ করেছে। সড়ক দুর্ঘটনা এবং গন্তব্যে পৌঁছাতে অন্তহীন সময়ের নিদারুণ যন্ত্রণায় মানুষের সব আনন্দ কর্পূরের মতো উড়ে যাচ্ছে। যোগাযোগমন্ত্রী বারবার ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে স্বস্তি বিরাজমান বলে অনর্গল বক্তৃতা দিয়ে গেলেন। অথচ এবারে ঈদযাত্রায় চলছে মৃত্যুর মিছিল।’
গত ছয় দিনে সড়ক দুর্ঘটনায় সারাদেশে ৮১ জন নিহত ও ২২২ জন আহত হয়েছেন বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাসে-ট্রেন-লঞ্চে উপচেপড়া ভিড়, ভেতরে বসার জায়গা থেকে শুরু করে যানবাহনগুলোর কোথাও তিল ধারণের ঠাঁই নেই। মানুষ জীবনের চরম ঝুঁকি নিয়ে গন্তব্যে রওয়ানা হচ্ছে।
ঈদের আনন্দে অনেক পরিবারে শোকের ছায়া নেমেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে এই বিএনপি নেতা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় স্বজনহারা অনেক পরিবারে ঈদের দিন কাটবে কান্নাকাটির মধ্য দিয়ে। ঈদের প্রাক্কালে এত বীভৎস দুর্ভোগ এর আগে কখনো আসেনি। ঈদের আনন্দে সারা দেশের উদ্বেগ-উৎকণ্ঠা আর শোকের মাতমে বিপন্ন মানুষকে একদিকে ঠেলে মানুষের চোখকে মওদুদ সাহেবের গুলশানের বাসার দিকে নিবদ্ধ করা হয়েছে। যাতে সরকারের চরম ব্যর্থতার দিকে মানুষের চোখ না পড়ে।’