গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার ডিবি পুলিশ
মাদক কেনাবেচার সঙ্গে জড়িত সন্দেহে আসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল সোমবার রাতে রাজধানীর উপকণ্ঠ সাভারের ধামরাইয়ের ছয়বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার রাসেল শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ছয়বাড়িয়ার মাদক ব্যবসায়ী আসলামকে গ্রেপ্তার করার জন্য তাঁর বাড়িতে অভিযান চালান। এ সময় ডিবি পুলিশ কিছু বুঝে ওঠার আগেই মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে ডিবি পুলিশের কনস্টেবল আসাদ ও তাঁদের সোর্স বাবুলকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে ডিবি পুলিশের কনস্টেবল আসাদকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং সোর্স বাবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওয়াহেদ, মেহেদী ও হাসি আক্তার নামের তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার রাসেল শেখ।
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।