আন্দোলনের হুমকি দিয়ে আ. লীগকে ভয় দেখানো যাবে না : স্বাস্থ্যমন্ত্রী
আন্দোলনের হুমকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আগামী নির্বাচন আওয়ামী লীগের অধীনে হবে বলেও জানান তিনি।
আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গোবিন্দপোটল সরকারি প্রাথমিক স্কুল মাঠে এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা স্কুল মাঠে জনসভার আয়োজন করে।
মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির অতীতের আন্দোলন এ দেশের মানুষ দেখেছে। তাদের জ্বালাও পোড়াও ও মানুষ পুড়িয়ে হত্যার আন্দোলন জনগণ সমর্থন করে না। আন্দোলনের হুমকি-ধমকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ জনগণের দল, কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংবিধানে সহায়ক সরকারের কোনো বিধান নেই। সংসদ নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখতে গণতান্ত্রিক সব দলকে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।
জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোক্তাদির বকুল। সভায় আরো বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল লতিফ তারিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী জান্নাত আরা হেনরী, মিজানুর রহমান দুদু ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী শহীদ এম মনসুর আলী সড়কে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত ইছামতি ও ঘাটদহ সেতুর উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূর-ই-আলম ও আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।